⚙❗⚙ শ্রী জগন্নাথ মন্দির ⚙❗⚙
নবদ্বীপ শ্রীবাস অঙ্গন ঘাটের কাছে বর্তমান শ্রী বাস অঙ্গন রোডে ১৯৪৬ খ্রিস্টাব্দে শ্রী যতীন্দ্র লাল রায় মহাশয় প্রতিষ্ঠা করেন শ্রী জগন্নাথ মন্দির। মন্দিরে শ্রী জগন্নাথ দেবের সাথে নিতাই গৌর ও শীতলা মাতা পূজা হয়। উল্লেখ্য যতীন্দ্র লাল মহাশয় ই পোড়াঘাটে শীতলা মাতা মন্দির প্রতিষ্ঠা করেন।
জগন্নাথ মন্দিরের বিগ্রহ টি প্রাচীন। কথিত আছে পোড়াঘাটে জনৈক পান্ডার কাছে এই বিগ্রহ সেবাপুজো হতো, তিনি পরবর্তীতে সেবা কার্যে অপারগ হলে বিগ্রহ গঙ্গায় বিসর্জন দেবার মনস্থ করেন। পরে স্বপ্নাদেশে এই বিগ্রহ তিনি পোড়াঘাট স্থিত শীতলা মন্দিরের শ্রী যতীন্দ্র লাল রায় মহাশয় কে পূজার দায়িত্ব অর্পন করেন।
প্রতি বছর এই বিগ্রহ রথ যাত্রায় বের হন। আগে রথযাত্রার দিন পোড়ামাতালা থেকে আসবার পর মাসির বাড়ি হিসাবে সমাজ বাড়িতে রথ এবং বিগ্রহ অবস্থান করতো বর্তমানে পুনরায় যাত্রায় আগে পর্যন্ত শীতলা মন্দিরে মাসির বাড়ি হিসাবে বিগ্রহ অবস্থান করেন।
নবদ্বীপ শ্রীবাস অঙ্গন ঘাটের কাছে বর্তমান শ্রী বাস অঙ্গন রোডে ১৯৪৬ খ্রিস্টাব্দে শ্রী যতীন্দ্র লাল রায় মহাশয় প্রতিষ্ঠা করেন শ্রী জগন্নাথ মন্দির। মন্দিরে শ্রী জগন্নাথ দেবের সাথে নিতাই গৌর ও শীতলা মাতা পূজা হয়। উল্লেখ্য যতীন্দ্র লাল মহাশয় ই পোড়াঘাটে শীতলা মাতা মন্দির প্রতিষ্ঠা করেন।
জগন্নাথ মন্দিরের বিগ্রহ টি প্রাচীন। কথিত আছে পোড়াঘাটে জনৈক পান্ডার কাছে এই বিগ্রহ সেবাপুজো হতো, তিনি পরবর্তীতে সেবা কার্যে অপারগ হলে বিগ্রহ গঙ্গায় বিসর্জন দেবার মনস্থ করেন। পরে স্বপ্নাদেশে এই বিগ্রহ তিনি পোড়াঘাট স্থিত শীতলা মন্দিরের শ্রী যতীন্দ্র লাল রায় মহাশয় কে পূজার দায়িত্ব অর্পন করেন।
প্রতি বছর এই বিগ্রহ রথ যাত্রায় বের হন। আগে রথযাত্রার দিন পোড়ামাতালা থেকে আসবার পর মাসির বাড়ি হিসাবে সমাজ বাড়িতে রথ এবং বিগ্রহ অবস্থান করতো বর্তমানে পুনরায় যাত্রায় আগে পর্যন্ত শীতলা মন্দিরে মাসির বাড়ি হিসাবে বিগ্রহ অবস্থান করেন।
No comments:
Post a Comment